জাল কাবিননামায় বিয়ে, ৭ জনের বিরুদ্ধে মামলা


হাটহাজারী উপজেলার এক তরুণীকে জাল কাবিননামার মাধ্যমে বিবাহিত প্রমাণের অভিযোগে বিয়ের কাজীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে সোমবার (২৫ ডিসেম্বর) মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর মা।

মামলার আসামিরা হলেন- হাটহাজারীর ফতেপুর গ্রামের নূর মিস্ত্রির বাড়ির বাসিন্দা বর রায়হান উদ্দিন (২৪), তার বাবা কফিল উদ্দিন (৪৮), মা মিনুয়ারা বেগম (৪৫), কথিত কাবিননামার কাজী জাহাঙ্গীর আলম হেলালী (৫২), সাইফ হোসেন (৩৫), ছিয়াম আল জোনায়েদ (৩৮) ও মো.আসাদ (৩৩)।

বাদী পক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান জানান, ভুক্তভোগী তরুণীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধান আসামির বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা হয়েছিল। মামলায় জামিনে বেরিয়ে এসে জাল কাবিননামা উপস্থাপন করেন প্রধান আসামি।

এই ঘটনায় কথিত বিয়ের কাজীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা আদালতে মামলার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ভুয়া নথিপত্রের মাধ্যমে ভুক্তভোগী তরুণীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে একটি জাল কাবিননামা ও হলফনামা তৈরি করেন। দীর্ঘদিন ধরে ভুক্তভোগী তরুণীকে প্রধান আসামি রায়হান উদ্দিন উত্যক্ত করে আসছিলেন।

তরুণী চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্তরা তরুণীকে অপহরণ করে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার মাধ্যমে জাল কাবিননামা তৈরি করেন। তরুণীর প্রকৃত জন্ম তারিখ পরিবর্তন করে মিথ্যা তথ্যের ভিত্তিতে তাকে প্রাপ্তবয়স্ক দেখানো হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *