সচিবালয় আন্দোলনের জায়গা নয়: আদালত


সচিবালয় আন্দোলনের জায়গা নয় বলে মন্তব্য করেছেন ঢাকার একটি আদালত। এসময় আদালত বলেন, ‘সচিবালয়ে গিয়ে কাজ কী। আন্দোলনের জায়গা তো সচিবালয় নয়।’

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে হত্যাচেষ্টাসহ সচিবালয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীর জামিন শুনানি হয়। শুনানিতে এ কথা বলেন আদালত।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর একরামুল হক আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন।

তারা বলেন, সচিবালয় থেকে ৫৪ জনকে আটক করা হয়। ২৮ জনকে ছেড়ে ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়। হত্যাচেষ্টা ছাড়া সবগুলো ধারা জামিনযোগ্য।

এসময় বিচারক জানতে চান, তাদের কেন ছাড়েনি? তখন আইনজীবীরা বলেন, তাদের গার্ডিয়ান যেতে না পারার কারণে ছাড়েনি।

তখন জানতে চান, তারা কেন সচিবালয়ে গিয়েছিলো? আইনজীবীরা বলেন, পত্রপত্রিকায় দেখেছি এইচএসসির ফল বাতিলের জন্য গিয়েছিলো। তখন বিচারক বলেন, যারা ফেল করেছে তাদের রেজাল্টশিট দেখান। তখন কয়েকজন আইনজীবী বলেন, তার আসামি পাস করেছে।

বিচারক বলেন, ফেল না করলে সেখানে গিয়ে কাজ কী। কয়েকজন আইনজীবী বলেন, বন্ধুদের জন্য গিয়েছে। বিচারক বলেন, কয়েক দিন হাজতখানায় থেকে আসুক। জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আরও পড়ুনবাকশাল প্রবর্তন সংক্রান্ত সংবিধানের ৪র্থ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

এর কিছুক্ষণ পর আইনজীবীরা রোববার জামিন শুনানি করার নিবেদন করেন। নিবেদন অনুযায়ী আদালত রোববার জামিন শুনানির দিন ধার্য করেন। তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, হত্যাচেষ্টাসহ সচিবালয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন- জহিরুল ইসলাম, ফয়সাল হাসান, রায়হান হোসেন, রুবেল আহম্মেদ, রিয়াদ মাহমুদ, মেজবাউল রহমান মিল্লাদ, মেহেদী হাসান, সোহান, ইমরান হোসেন আরমান, মেহেদী হাসান অন্তর, সাগর, রোহান, শাহরিয়ার হোসেন সোয়াদ, আহাম মোল্লা, সোহান, মাসনুন, নাঈম, ইমাম হাসান, শাকিল, সেলিম, সাকলাইন মুস্তাক, হানজালাল, মশিউর রহমান, প্রান্তিক, তাছিম রহমান ও রবিন মিয়া।

প্রসঙ্গত, দুই মাস আগে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত এইচএসসি-সমমানের পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়েছিল শিক্ষা বিভাগ। ফল প্রকাশের পর এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে নতুনভাবে ‘বৈষম্যহীন’ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে বুধবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী।

নাশকতাসহ একজনকে হত্যার চেষ্টা করে তারা। সেখান থেকে ৫৪ জনকে আটক করা হয়। পরে ২৮ জনকে ছেড়ে দিয়ে ২৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *