নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়ার চরাঞ্চলে টেঁটাযুদ্ধ বন্ধে রিট


নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার চরাঞ্চলে টেঁটাযুদ্ধ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ রোববার (২০ অক্টোবর) জনস্বার্থে নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট দায়ের করেন।

রিটে নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার চরাঞ্চলে টেঁটাযুদ্ধের স্থায়ী সমাধান করতে, বিগত সময়ের সব মামলার নথি পর্যালোচনা করতে, বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন পূর্বক দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

একইসঙ্গে রিটে নরসিংদীর রায়পুরার ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৮টি ইউনিয়ন অধ্যুষিত চরাঞ্চলে টেঁটাযুদ্ধে আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে চরাঞ্চলে একটি ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল অথবা রায়পুরা উপজেলা সদরে বর্তমান ৫০ শয্যার স্থলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরির নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নরসিংদী ও ব্রাক্ষণবাড়িয়াসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *