রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক


হত্যা মামলায় রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ আদেশ দেন।

রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় ৪ সেপ্টেম্বর শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এদিন তাঁকে এই মামলায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

জিজ্ঞাসাবাদ শেষে আজ শহীদুল হককে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। পরে আদালত শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, শহীদুল হককে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *