ঢাকা বারে বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ, লাঞ্ছিত আইন কর্মকর্তা


আওয়ামী লীগ সরকারের আমলের ঘটে যাওয়া সব সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করছেন ঢাকা বারের বিএনপি সমর্থিত আইনজীবীরা। এসময় কোর্ট এলাকায় আওয়ামী সরকার আমলের একজন আইন কর্মকর্তাকে দেখা গেলে বিএনপি সমর্থিত আইনজীবীরা তাকে ধাওয়া দেন এবং মারধর করেন।

আজ রোববার (১১ আগস্ট) সকালে কোর্ট এলাকায় এই ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সকালে ঢাকা বার দখল করতে পারে এমন আশঙ্কায় বিএনপি সমর্থিত শতাধিক আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সামনে সমবেত হয়। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ঢাকা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ সমর্থিত নেতা কর্মীদের দেখা যায়নি। এসময় বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা ঢাকা বার এলাকা দখলে নেয়।

পরে আদালতে গোলযোগের আশঙ্কায় আদালতের নিরাপত্তায় সকাল ৯টা ১০ মিনিটে সেনাবাহিনীকে আসতে দেখা যায়। এসময় কোর্ট এলাকায় আওয়ামী লীগ আমলের একজন আইন কর্মকর্তাকে দেখা গেলে বিএনপি সমর্থিতরা তাকে ধাওয়া দেয় এবং মারধর করে।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *