কক্সবাজার সিজেএম আদালতে মাদক মামলায় রোহিঙ্গা নারীর ৭ বছর কারাদন্ড


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : মাদক পাচারের মামলায় এক রোহিঙ্গা নারীকে ৭ বছর সশ্রম কারাদন্ড, একইসাথে ১০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার (৯ জুলাই) এ রায় ঘোষণা করেন।

একই আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামী হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৯ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/২ এর মৃত রশিদ আহমদের স্ত্রী, মৃত আবদুস শুক্কুর ও মৃত ইসলাম খাতুনের কন্যা রোহিঙ্গা জুলেখা (এফসিএন নং-৬০০০৯৯)। যার জিআর মামলা নম্বর : ৪৬৬/২০২২ (উখিয়া থানা)।

মামলাটি বিচারের জন্য কক্সবাজার সিজেএম আদালতে চার্জ (অভিযোগ) গঠন করে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, আসামী পক্ষে তাদের জেরা, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা, আসামীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ মামলার সকল বিচারিক কার্যক্রম সম্পন্ন করে মঙ্গলবার রায় প্রচারের দিন ধার্য্য করা হয়।

রায় প্রচারের দিনে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) ধারায় দোষী সাব্যস্থ করে আসামী রোহিঙ্গা নারী জুলেখাকে উল্লেখিত সাজা প্রদান করেন।



Source link

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *